Wednesday 7 March 2018

এস এস সি পরীক্ষার পর যা যা করা উচিত !! অস্থির সব টিপস পড়ুন

এস এস সি পরীক্ষার পর যা যা করা উচিত


ভাইরে/আপুরে! SSC পরীক্ষা শেষ হইছে। সামনে ছুটি। এই অফুরান সময় ৪০ বছর পরে রিটায়ারমেন্ট এর আগে পাইবার সম্ভাবনা নাই। এই সময়টা তাইলে কি করা যায়?
নীচের যে কোন একটা বা দুইটা করতে পারেন, সবগুলা একসাথে করতে গেলে কিচ্ছু হবে না!

  • ১. বাংলাদেশ এর সবগুলা জেলা একদিন বা আধাদিন কইরা ভিজিট করেন আর ছবি তুইলা কোলাজ কইরা রাখেন। বাংলাদেশ এর ১% লোক ও এইটা করছে কিনা জানিনা! Be in that top 1%!
  • ২. সুযোগ আর পয়সা থাকলে আশেপাশের দু একটা দেশ ঘুরে আসতে পারেন। নেপাল, ভুটান, শ্রীলংকায় ভিসা লাগে না!
  • ৩. HSC এর পরে কি করবেন, কোথায় ভর্তি হইবেন তা এখনই ঠিক কইরা রাখেন। এখনই, আজই! এবং এই ছুটির কয় মাস মানসিক প্রিপারেশন নিতে থাকেন। পরে টাইম পাইবেন না পাইবেন না পাইবেন না।
  • ৪. ১৫০০ ইংলিশ শব্দ/ Vocabulary শেখেন। পুরা মাথার মধ্যে জানি থাকে। সারাজীবন কি যে কাজে দিবে তা এখন এই বাচ্চা বয়সে বুঝবেন না।
  • ৫. MS Excel! এ ব্যাপারে আর কিচ্ছু বলার নাই। হেলাফেলা করবেন, তো মরবেন! MS Excel শেখার মোক্ষম সময় এইটাই ভাই!
  • ৬. ২০ টা English Non Fiction বই শেষ করেন। এইটা minimum!
  • ৭. ১০০ জনের নতুন নেটওয়ার্ক বানান। লোকে কি বলে পাত্তা দিয়েন না। পুলিশ অফিসার, আইনজীবী, শিক্ষাবিদ, মিলিটারি, Mid to High Level corporate বস, পাইলট, কূটনীতিক, কৃষক, রিক্সচালক - সবাই সবাই।
  • ৮. নিজের ধর্মগ্রন্থ নিজ ভাষায় পড়েন, বোঝেন আর মানেন। অন্যধর্ম কে সম্মান করতে শিখেন।
  • ৯. অন্তত গত ৩০ বছরের ৩০ টা অস্কার জয়ী সিনেমা দেখেন। খুব কম মানুষই এটা করছে।
  • ১০. সঞ্চয়, সঞ্চয়, সঞ্চয়! সঞ্চয় আর Investment এর মতো গুরুত্বপূর্ণ জিনিষ কেনো স্কুল লেভেলে পড়ায় না, বুঝি না। মাসে ৫০০ টাকা সঞ্চয় করার প্রতিজ্ঞা করেন। খুবই সম্ভব। এখনই শুরু করেন।
  • ১১. নিজের একবার Full Body medical checkup করান।
  • ১২. এখন না জানলে অন্তত একটা লাইফস্কিল শেখেন - সাঁতার, ড্রাইভিং ইত্যাদি।
নোট! বয়স হইয়া গেলে এই সময়ের জন্য কাঁদবেন, মাগার ফেরত পাইবেন না, ভাইরে! Value of Time রচনা পড়ছেন, মুখস্থ করছেন কিন্তু বুঝেন নাই! এখনই সময়!
Happy Productive Holidays!

এই আর্টিকেলটি লিখেছেন শ্রদ্ধেয় Shabbir Ahsan ভাইয়া । 

Labels: