Wednesday 4 April 2018

চীনে স্টুডেন্ট ভিসা | চীনে উচ্চ শিক্ষার খরচ | স্টাডি ইন চীন | চীনে পড়াশোনা | চীনে ইঞ্জিনিয়ারিং চীনে চাকরি | চীনে স্কলারশীপ | চীনে পড়ালেখা | চীনে এমবিবিএস



কেন আপনি চীনে পড়তে যাবেন?
চীন বর্তমান বিষের সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির দেশ। একবিংশ শতাব্দীর বিশ্বকে তারাই নেতৃত্ব দিবে। আফ্রিকা থেকে ভারত উপমহাদেশ, আমেরিকা থেকে ইউরোপ সব দেশেই চীনা পণ্যের দাপুটে অবস্থান। ইদানীং কালে চীন তাদের শিক্ষা ব্যবস্থার উপর ব্যাপক জোর দিয়েছে। ওয়ার্ল্ড রাঙ্কিং এ চীনের বেশ কয়েকটি ইউনিভার্সিটি স্থান দখল করে আছে। সারা বিশ্ব থেকেই এখন চীনে প্রচুর স্টুডেন্ট পড়তে আসছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হল চীনা সরকার বিদেশী স্টুডেন্টদেরকে তাদের দেশে পড়তে স্কলারশিপ দিচ্ছে। এ স্কলারশিপের অধীনে কেউ সম্পূর্ণ টিউশন ফিস মওকুফ পাচ্ছে। আবার কেউ আবাসন পাচ্ছে। কেউ বা আবার দুটোই পাচ্ছে অর্থাৎ আবাসন ও টিউশন ফিস সম্পূর্ণ অথবা আংশিক মওকুফ পাচ্ছে। এদের মধ্যে  ভাগ্যবান অনেকে আবাসন, টিউশন ফিসের সঙ্গে মাসিক স্টাইপেন্ড পাচ্ছে ! এর অংকও নেহাত কম নয়। প্রতিমাসে ২৫০০ ইউয়ান থেকে ৩৫০০ পর্যন্ত পেয়ে থাকে। প্রতি ইউয়ানের দাম বাংলাদেশি টাকায় ১৩ টাকার মত প্রায়। এই তো গেল স্কলারশিপের কথা। কিন্তু চীনের বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রীর গ্রহণযোগ্যতাও সারা বিশ্ব জুড়ে। অর্থাৎ আমাদের দেশের স্টুডেন্টদের জন্য এটি একটি বিশাল সুযোগ। তাই সকল সম্ভাবনাময় স্টুডেন্টরা এই বিষয়টি  ভেবে দেখতে পারেন। 



চীনের শিক্ষা বাবস্থা

চীনের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় চীনা এডুকেশন বোর্ড দ্বারা। দুই ধরনের মাধ্যমে তাদের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। এর একটি হল ইংরেজি মাধ্যম আরেকটি চাইনিজ। বিদেশি ছাত্ররা তাদের পড়াশুনা ইংরেজি বা চাইনিজে চালাতে পারবে। চীনের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ১০০০ এর মধ্যে আছে যেগুলি বিশ্বমানের শিক্ষা প্রদান করে আসছে। চীনা সরকার জাপান, আমেরিকা,ফ্রান্স, ব্রিটেন সহ আরও ৬৫ দেশের সঙ্গে মিউচুয়াল এগ্রিমেন্ট করেছে, ফলে  চীনা ইউনিভার্সিটিগুলির সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা বেড়েছে।



চীনের কিছু সেরা ইউনিভার্সিটির নাম

চীনের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড রাঙ্কিং এর সেরা ১০০০ এর তালিকায় রয়েছে। তার মধ্যে সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম এখানে আমি উল্লেখ করছি।

  • গুয়াংডং ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ 
  • নানজিং নরমাল ইউনিভার্সিটি 
  • চীনা ইউনিভার্সিটি অফ পলিটিকাল সায়েন্স অ্যান্ড ল 
  • সাউথেস্ট জিয়াও টং ইউনিভার্সিটি 
  • সাউথ চীনা নরমাল ইউনিভার্সিটি 
  • বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটি
  • জিয়াংশু  ইউনিভার্সিটি
  • শেনজেন ইউনিভার্সিটি


কিছু সেরা সাবজেক্টস


যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • কেমিস্ট্রি(অরগানিক, ইনঅরগানিক,পলিমার কেমিস্ট্রি এবং ফিজিক্স }
  • আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং
  • টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং
  • জিওটেকনিকাল ইঞ্জিনিয়ারিং
  • কন্সট্রাকশন টেকনোলোজি এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট
  • ম্যাথম্যাটিকস
  • ফিজিক্স
  • বায়োলজি
  • টেক্সটাইল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • এমবিবিএস
যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড


  • এমবিএ 
  • একাউন্টিং 
  • টেকনিক্যাল ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট 
  • এন্ট্রার প্রাইজ  ম্যানেজমেন্ট 
  • প্রজেক্ট ম্যানেজমেন্ট 


যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড 


  • সোশ্যাল সায়েন্স 
  • ইকনমিক্স 
  • সাইকোলজি 
  • লিটারেচার 
  • ক্রিয়েটিভ আর্টস ডিজাইন  


চীনে পড়াশুনা ও লিভিং খরচ

সাধারণত চীনে থাকা খাওয়া খরচ মিলে প্রায় ১০০০ হাজার থেকে ১৫০০০ এর মধ্যে হয়ে যায় । আর স্কলারশিপ পেলে তো আরও কমে যাবে।


চীনে পড়তে টিউশন ফিস কেমন লাগে ? 


বেশিরভাগ চীনা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার খরচ সম্পূর্ণ ফ্রি।  তবে যারা মেডিকালের স্টুডেন্ট তাদের অবশ্যই 
টিউশন ফিস দিতে হবে। সেক্ষেত্রে পুরো এমবিবিএস কমপ্লিট করতে প্রায় ১৫ লাখ টাকার মত লাগবে বিশ্ববিদ্যালয় ভেদে কম বেশি হতে পারে।


চীনে পড়তে কি যোগ্যতা লাগে

  • ব্যাচেলরে ভর্তি হতে গেলে কমপক্ষে এইচএসসি বা সমমান সনদ লাগবে। 
  • মাস্টার্স করতে গেলে কমপক্ষে ব্যাচেলর কমপ্লিট করা থাকতে হবে। 


চীনে স্কলারশিপের যোগ্যতা

  • ব্যাচেলরের জন্য 
  • এস এস সি ও এইচ এস সি তে কমপক্ষে জিপিএ .৪.০০ করে মোট ৮.০০ পেতে হবে কোনটাতে ৪.০০ এর নিচে হলে স্ক্লারশিপ পাওয়া কঠিন হয়ে যাবে। 
  • আর মাস্টার্সের জন্য জিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩.০০ পেতে হবে।  

স্কলারশিপে কি কি সুবিধা পাবেন ? 


  • টিউশন ফি ফ্রি। 
  • বিশ্ববিদ্যালয় কর্তৃক  আবাসনের ব্যবস্থা করা হবে। 
  • মাসিক স্টাইপেন্ড ৫০০/১৭০০/৩০০০ আরএমবি ( বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা হবে)।   


ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমরা চাই যে, আপনি নিজের হাতে পুরো প্রসেসিংটা করেন । কিন্তু নানারকম জটিলতা থাকার কারনে অনেকেই সাধারনত এই ঝামেলায় যেতে চান না । সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের হেল্প নিতে পারেন। আমরা পরিপূর্ণ স্বচ্ছতা ও সততার সঙ্গে ভিসা প্রসেসিং এর কাজ করে থাকি ।


আমাদের সাহায্য কেন নিবেন?

  • আমরা স্টুডেন্টের রেজাল্ট ও ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ফাইল কালেক্ট করি। তারপর তাদের যোগ্যতা অনুসারে সেরা ইউনিভার্সিটি ও সাবজেক্ট বাছাই করে স্কলারশিপ এর জন্য সেরা চেষ্টা টুকু করি। 
  • আপনার স্কলারশিপ প্রাপ্তির জন্য চায়নাতে আমাদের নিজস্ব টিম আছে।   
  • আমরা গনহারে ফাইল নেই না।আমাদের কাছে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি  বেশি গুরুত্বপূর্ণ।তাই,  আমরা অল্প করে ফাইল নেই ভাল্ভাবে কাজ করি ।   
  • কোন ধরনের প্রতারণা করার কোন অতীত বদনাম নেই আর ভবিষ্যতে এমন ইচ্ছাও আমাদের নেই। আমরা গ্রাহকদের সঙ্গে দীর্ঘদিনে সুসম্পর্ক গড়ে তুলতে চাই। 

Call Us To Know More 
===========================
Saifur Rahman
01909110172 (WhatsUp, IMO, Viber also Available)
Inbox  @Facebook 
Follow @Medium 
Follow @Youtube
CEO 
Worldwide Education & Migration Services-WEMS
Vip Tower, Noya Paltan 
1207 Dhaka, Bangladesh

Google ম্যাপের মাধ্যমে আমাদের অফিসে আসুনঃ




কিওয়ার্ডসঃ

চীনে স্টুডেন্ট ভিসা | চীনে উচ্চ শিক্ষার খরচ | স্টাডি ইন চীন | চীনে পড়াশোনা |
চীনে ইঞ্জিনিয়ারিং | চীনে চাকরি | চীনে স্কলারশীপ | চীনে পড়ালেখা | চীনে এমবিবিএস
চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ,চায়না স্কলারশিপ ২০১৮,চীনে সিভিল ইঞ্জিনিয়ারিং,চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ,চীনে এমবিবিএস,চীনে মেডিকেলে পড়ার খরচ,চীনে পড়াশোনা,চীনে পড়াশোনার খরচ,চীনে ইঞ্জিনিয়ারিং,চীনে পড়ালেখা,চীনে উচ্চ শিক্ষার খরচ,চীনে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ,চীনে মেডিকেলে পড়ার খরচ,চীনে উচ্চ শিক্ষার খরচ ২০১৯

Labels: