Saturday 24 February 2018

সন্তান লালন পালনের টিপস । সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য !!



ভাইরে/ আপুরে! Parenting ব্যাপারটা আজকাল অনেকই কঠিন মনে হয়। আমি বুঝি না আমার মতো বেল্লিক পোলারে ক্যামনে আমার বাবা মা হাসিমুখে মানুষ করছেন। এত্ত ত্যাগ তিতিক্ষা তারপরেও কোন অভিযোগ ছাড়াই। আমি নিশ্চিত সবার বাবা মাই এমন।
এখন নিজে বাবা হইছি আর ২০ বছর ধইরা একমাত্র কণ্যারে মানুষ করার চেস্টায় রত আছি। অনেক শিখছি, ঠেকছি, দেখছি। জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না তা হাঁড়ে হাঁড়ে বুঝতেছি। আজ কিছু Lesson Learnt শেয়ার করি!
১. বাবা মা হইছেন মানেই সন্তান কিনা নেন নাই। ওদের নিজস্ব সত্ত্বা বইলা কিছু আছে। Respect that.

২. জোর কইরা তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু বানাইতে চাইয়েন না। পোলা শচীন টেন্ডুলকার হইতে চায় লেকিন জোর কইরা তারে মেসী বানাইতে চান!!!? পারলে বিভিন্ন শত শত ক্যারিয়ার ফিল্ড নিয়া আলোচনা করেন, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ল'ইয়ার, ব্যাংকার, প্রফেসর দের কাছে নিয়া যান। কথা বলায় দ্যান। বিভিন্ন প্রফেশন এর ভাল মন্দ শিখান। তারপর তাকে নিজের ডিসিশন নিতে দেন।

৩. সভ্যতা ভদ্রতা শিখান। পাড়ার মাইয়ারে টিজ করছে? একদিন বুঝান, দ্বিতীয় দিন ওই মাইয়ার কাছে পা ধরান, তৃতীয় দিন সোজা মর্গে। বড়দের সম্মান করতে শেখান। ধর্ম কর্ম হুজুরদের কাছে ছাড়ছেন তো মরছেন।

৪. টাকা পয়সা বেশী হাতে না দিয়া সাধারণ ভাবে জীবন পরিচালনা করতে শিখান। অর্থ উপার্জন কি কঠিন তা জানুক। অবশ্য অবশ্যই সঞ্চয় করতে শিখান। অবশ্যই!!!

৫. মানুষ করতে চাইলে Sense of Entitlement রে একদম বুটের তলায় চাপা দেন। Arrogance এর জন্ম এইখান থেকে।

৬. কোন দিন Failure রে ধইরা অপমান করবেন না। আপনার পোলা মাইয়া নবী রসুল বা ফেরেশতা না। ঠেকতে ঠেকতে শিখতে দেন। Encourage them to learn to take risk, fail and learn some more.

৭. সময় দেন। দরকার হইলে একসাথে লুডু খেলেন, বই পড়েন, রান্না করেন, ঘুরতে যান। সারা মাসে সময় দেন না আর একবার শেরাটনে ডিনার এ যাইয়া কইবেন We are sepnding "quality time"!?!? হা হা হা হাসালে বন্ধু!!!

৮. লাইফস্কিল শেখান - সাঁতার, ড্রাইভিং, ব্যাংকিং, বাজার করা।

৯. বই ছাড়া অন্য কোন কিছু Gift করা বন্ধ করেন। পড়ার অভ্যাস মিলিয়ন ডলার gift - মনে রাখবেন।

১০. স্বপ্ন দেখান। মানুষ হবার, successful হবার।

১১. ধৈর্য্য ধরেন। Parenting হইলো Google CEO বা US President এর চেয়েও কঠিন কাজ!!! আপনের বাপ মা কি কষ্ট করছে এখন বুঝেন আর তাদের জন্য দোয়া করেন।

Happy Parenting!

এই আর্টিকেলটি লিখেছেন শ্রদ্ধেয় Shabbir Ahsan ভাইয়া । 

কিওয়ার্ডসঃ 
সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য,সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য,
 সন্তানের হক,মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য,সন্তানের জন্য দোয়া,
কন্যা  লালন পালন ,ছেলে মেয়ে  লালন পালন

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home