Wednesday 20 September 2017

সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় উচ্চ শিক্ষা ও খরচপাতি নিয়ে ফুল গাইডলাইনস !!

study in cyprus from bangladesh

Study in Cyprus From Bangladesh

আমরা বিশেষভাবে অনুরোধ করছি যে, সাইপ্রাসে উচ্চশিক্ষার জন্য না যাওয়াটাই ভাল (যারা পার্ট - টাইম জব এর চিন্তা করছেন )। 

বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা সবাইকে সাইপ্রাসে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অনলম্বন করতে বলছি। বাকিটা আপনাদের ব্যাক্তিগত ব্যাপার। 

দেশ পরিচিতিঃ
সাইপ্রাস ইউরোপ মহাদেশে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র, সেনজেনভুক্ত নয় । রাজধানী নিকোশিয়া। রাষ্ট্র ভাষা গ্রিক ও তুর্কী।  এর পশ্চিমে গ্রিস, পূর্বে লেবানন, সিরিয়া এবং ইসরাইল, উত্তরে তুরস্ক ও দক্ষিণে মিসর। আয়তন ৯২৫১ বর্গ কিঃমিঃ এবং লোকসংখ্যা ১১৪১,১৬৬ (২০১৩)।

শিক্ষার মানঃ
সাইপ্রাসে কিছু ভাল মানের ইউনিভার্সিটি রয়েছে। এ দেশের শিক্ষার মানও ভাল।

কয়েকটি টপ র‍্যাংকড ইউনিভার্সিটি হচ্ছেঃ 

University of Cyprus, 
website: http://www.ucy.ac.cy/en/
Cyprus University of Technology,
 website: https://www.cut.ac.cy/

আবেদন প্রক্রিয়া ও নানা তথ্যঃ 

কি কি লাগবে? 

- এসএসসি ও এইচএসসি এর মার্কসিট 
- প্রশংসাপত্র 
- বার্থ সার্টিফিকেট 

মাস্টার্সের জন্য হলে সঙ্গে আরও যা লাগবেঃ 

-বিএসসি  এর সার্টিফিকেট 
- ইউনিভার্সিটি ট্রান্সকিপ্ট 

পিএইচডির জন্য সঙ্গে আরও যা লাগবেঃ 
-বিএসসি  এর সার্টিফিকেট 
- ইউনিভার্সিটি ট্রান্সকিপ্ট 
-মাস্টার্স ডিগ্রীর সার্টিফিকেট 
-থিসিস 

পার্ট টাইম জবঃ
সাইপ্রাসে আসলে পার্ট টাইম জবের সুবিধা খুবই কম। তাই যারা পার্ট টাইম জব করে লিভিং খরচ এবং টিউশন ফি চালানোর চিন্তা করছেন তারা সাইপ্রাসে না যাওয়াটাই ভাল।

আমরা চাই আপনি নিজের হাতে পুরো প্রসেসিংটা করেন । কিন্তু অনেকেই সাধারনত এই ঝামেলায় যেতে চান না । সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের হেল্প নিতে পারেন । আমরা পরিপূর্ণ সততার সঙ্গে ভিসা প্রসেসের কাজটি করি । 


যোগাযোগ করুনঃ 
01989800800 (WhatsUp, IMO, Viber also Available)
Inbox  @Facebook 
Follow @Medium 
Follow Us @Youtube
Consultant & Digital Marketer 
Worldwide Education & Migration Services-WEMS
Vip Tower, Noya Paltan 
1207 Dhaka, Bangladesh


Google ম্যাপের মাধ্যমে আমাদের অফিসে আসুনঃ




Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home