Wednesday 29 November 2017

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা খরচ - মালয়েশিয়া উচ্চ শিক্ষা - মালয়েশিয়ায় পড়াশোনা - মালয়েশিয়া স্কলারশিপ !! - Scholarship In Malaysia for Bangladeshi Student !!





কেন আপনি মালেয়শিয়ায় পড়তে যাবেন?
Ministry of Higher Education Malaysia এর তথ্য অনুসারে ২০১৬ সালে প্রায় ৪০,৪১৫ জন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অধ্যয়নরত ছিল । এর মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্টস যে পাঁচ দেশের তার মধ্যে বাংলাদেশ অন্যতম । মালেয়শিয়া সরকার ২০২৫ সালের মধ্যে ২,৫০,০০০ জন আন্তর্জাতিক স্টুডেন্টসের  একটি গোল সেট  করেছে ।মালেয়শিয়াতে বিশ্বের লিডিং কান্ট্রি যেমন কানাডা, অস্ট্রোলিয়া,ইউকে ইত্যাদির নামকরা  বিশ্ববিদ্যালয়গুলোর আঞ্চলিক শাখা যেমন Newcastle University,Curtin University, University of Nottingham,University of Southampton,Swinburne University of Technology  ইত্যাদি  রয়েছে । ফলে কম খরচে  আন্তর্জাতিক মানের  সার্টিফিকেট আপনি মালেয়শিয়ায় পড়াশুনা করে অর্জন করতে পারেন । যা বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে জব পেতে অনেক সহায়ক ।  


মালেয়শিয়ায় স্টুডেন্টদের লাইফ স্টাইল সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেনঃ 




কোয়ালিফিকেশন   কি কি লাগবে?

  • নূন্যতম এস.এস.সি/ও লেভেল/দাখিল/সমমানের পরীক্ষায় উত্তীর্ন হইলেই মালেয়শিয়াতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
  • মালেয়শিয়ায় স্টুডেন্ট র জন্য ইন্টারভিউয়ের এর প্রয়োজন হয় না। প্র্রয়োজনীয় ডকুমেন্ট সঠিক থাকলে সহজে ভিসা  পাওয়া যায়।
  • আবেদনের জন্যে কোন Bank Statement বা Bank Support এর প্রয়োজন হয় না।
  • মালেয়শিয়ার বিভিন্ন কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে UK/ USA/ CANADA সহ ইউরোপের বিভিন্ন দেশের স্বনামধন্য কলেজ/বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সপার এর সুযোগ রয়েছে।
  • মালেয়শিয়ায় পড়াশুনার মাধ্যম ইংরেজী হলেও অধিকাংশ কলেজ/বিশ্ববিদ্যালয় এ IELTS/ TOEFL ছাড়া ভর্তি এর জন্য আবেদন করা যায়।



কোন কোন বিশ্ববিদ্যালয়ে  আমরা কাজ করি ?
মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা খরচ - মালয়েশিয়া উচ্চ শিক্ষা - মালয়েশিয়ায় পড়াশোনা - মালয়েশিয়া স্কলারশিপ !!  - Scholarship In Malaysia for Bangladeshi Student !!
  • 1.Sunway University
  • 2. INTI INTERNATIONAL UNIVERSITY & COLLEGE
  • 3. TAYLOR UNIVERSITY
  • 4.Multimedia University
  • 5. MONASH UNIVERSITY
  • 6. NOTTINGHAM UNIVERSITY
  • 7. INFRASTRUCTURE UNIVERSITY KUALA LUMPUR (IUKL)
  • 8. LIMKOKWING UNIVERSITY
  • 9. ASIA PACIFIC UNIVERSITY (APU )
  • 10. BINARY UNIVERSITY

এই ইউনিভার্সিটি গুলো ছাড়াও  অন্যান্য কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে ভর্তির ব্যাপারেও আমরা সাহায্য করে থাকি।  


কি কি ধরনের বিষয়ে পড়তে পারবেন?
Diploma In IT/Management/ , IT,BBA,MBA,  Hotel  Management, Engineering,Computer Science, Aeronautical Engineering  ছাড়াও আরও নানা ধরনের বিষয়ে  পড়ার সুযোগ ।  


টিউশন ফিস কেমন লাগতে পারে?

সাধারণত ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্সে প্রতি বছর দুই থেকে সাড়ে ৩ লাখ টাকা, ব্যাচেলর ও মাস্টার্স প্রতি বছর ৩ লাখ থেকে ৫ লাখ টাকা খরচ হয়।


থাকা খাওয়ার খরচ কত ?

১২০০০ থেকে ১৫০০০ টাকার ভেতর একজন স্টুডেন্টের মাসিক থাকা খাওয়ার খরচ হয়ে যায়। এর বাইরে অন্য খরচ স্টুডেন্ট এর লাইফস্টাইলের ওপর নির্ভর করবে।




পার্টটাইম জব ফ্যাসিলিটিঃ
ইউরোপ আমেরিকার  মতো এখানেও রয়েছে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ। খণ্ডকালীন কাজ করে মাসে  একজন শিক্ষার্থী ন্যূনতম ২০  হাজার টাকা থেকে ৭০ হাজারের মত  আয় করতে পারেন। বিশেষ করে দেশটির  ৪,  ৫  তারকা মানের হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানে  রয়েছে চমৎকার চাকরির সুযোগ।


ভিসা প্রসেসিং হতে কয়দিন লাগে?
মালেয়শিয়ার ভিসা প্রসেসিং প্রায় ২ থেকে  ৩ মাসের মত লাগে ।


ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমরা চাই যে, আপনি নিজের হাতে পুরো প্রসেসিংটা করেন । কিন্তু নানারকম জটিলতা থাকার কারনে অনেকেই সাধারনত এই ঝামেলায় যেতে চান না । সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের হেল্প নিতে পারেন। আমরা পরিপূর্ণ স্বচ্ছতা ও সততার সঙ্গে ভিসা প্রসেসিং এর কাজ করে থাকি ।


Call Us To Know More 
===========================
Saifur Rahman
01989800800 (WhatsUp, IMO, Viber also Available)
Inbox  @Facebook 
Follow @Medium 
Follow @Youtube
CEO 
Worldwide Education & Migration Services-WEMS
Vip Tower, Noya Paltan 
1207 Dhaka, Bangladesh

Google ম্যাপের মাধ্যমে আমাদের অফিসে আসুনঃ




কেন আপনি আমাদের সাহায্য নিবেন?

  • আমরা আপনাকে দিচ্ছি  মালেয়শিয়ান সরকারি ও Govt Certified বেসরকারি   মানসম্মত কলেজ ও ভার্সিটিতে ভর্তির নিশ্চয়তা ।  
  • আপনার যোগ্যতা অনুযায়ী  সঠিক কোর্স এবং কলেজ/ বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে সহায়তা ।  
  • কলেজ /বিশ্ববিদ্যালয় কর্তৃক এয়ারপোর্ট পিকআপ এর সাপোর্ট ।
  • বাজেটের মধ্যে  মানসম্মত  কলেজ / ইউনিভার্সিটি  নির্বাচনে সহযোগিতা করা হয় ।
  • মালেয়শিয়াতে থাকা খাওয়ার  ব্যাপারে সাপোর্ট প্রদান ।
  • আমারা আপনাকে কোন নিম্নমানের /  ব্ল্যাক লিস্টেড কলেজ বা ভার্সিটিতে ভর্তি করাবো না এ ব্যাপারে নিশ্চয়তা থাকুন ।


স্টুডেন্ট ভিসা প্রসেসিং করায়  আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা । আমরা  UniAgents এর গোল্ড মেম্বার সারটিফাইড । আর যেসব কলেজ ও ইউনিভার্সিটির কথা আমরা উল্লেখ করেছি ওই সব প্রতিষ্ঠানের আমরা  Certified Agent . আপনার কাংখিত দেশটিতে আমাদের নিজস্ব টিম আছে যারা আপনার ওখানকার একোমোডেশন ও অন্যান্য যাবতীয় বিষয়ে সাহায্য করবে ইনশাল্লাহ ।

ইংল্যান্ডে উচ্চশিক্ষা | ইংল্যান্ডে পড়াশুনা | ইংল্যান্ডে পড়ালেখা | ইউকে স্টুডেন্ট ভিসা । ইউকে তে পড়াশুনা ।স্টুডেন্ট ভিসা লন্ডন | Study In UK From Bangladesh

ইংল্যান্ডে উচ্চশিক্ষা | ইংল্যান্ডে পড়াশুনা | ইংল্যান্ডে পড়ালেখা | ইউকে স্টুডেন্ট ভিসা । ইউকে তে পড়াশুনা ।স্টুডেন্ট ভিসা লন্ডন | Study In UK From Bangladesh
ইংল্যান্ডে উচ্চশিক্ষা | ইংল্যান্ডে পড়াশুনা | ইংল্যান্ডে পড়ালেখা | ইউকে স্টুডেন্ট ভিসা । ইউকে তে পড়াশুনা ।স্টুডেন্ট ভিসা লন্ডন | Study In UK From Bangladesh



আমাদের অন্যান্য আর্টিকেলগুলি পড়তে পারেন ঃ 
ওমরা হজ্জের খরচপাতি 

Keywords:
মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা,মালয়েশিয়া প্রফেশনাল ভিসা 2016,মালয়েশিয়া কাজের ভিসা,মালয়েশিয়া টুরিস্ট ভিসা,মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা,মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম,প্রফেশনাল ভিসা কি,মালয়েশিয়ায় পড়াশোনা,
মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা ২০১৭,মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা চেক,মালয়েশিয়া স্কলারশিপ,মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা খরচ,মালয়েশিয়া উচ্চ শিক্ষা,বিদেশে উচ্চশিক্ষার খরচ,scholarship in malaysia for bangladeshi student,

malaysia student visa requirements for bangladeshi,student visa malaysia cost,malaysia student visa cost bd,malaysia student visa with job ,bangladesh malaysia study center ltd,malaysia university agent in bangladesh,study and work in malaysia for bangladeshi



Labels:

Sunday 26 November 2017

ইংল্যান্ডে উচ্চশিক্ষা | ইংল্যান্ডে পড়াশুনা | ইংল্যান্ডে পড়ালেখা | ইউকে স্টুডেন্ট ভিসা । ইউকে তে পড়াশুনা ।স্টুডেন্ট ভিসা লন্ডন | Study In UK From Bangladesh



ইংল্যান্ডে উচ্চশিক্ষা | ইংল্যান্ডে পড়াশুনা | ইংল্যান্ডে পড়ালেখা | ইউকে স্টুডেন্ট ভিসা । ইউকে তে পড়াশুনা ।স্টুডেন্ট ভিসা লন্ডন | Study In UK From Bangladeshকেন আপনি ইউকেতে পড়তে যাবেন?  

উচ্চ শিক্ষার জন্য ইউকেকে স্বর্গরাজ্য বলা যায় । সারা পৃথিবী থেকে এখানে স্টুডেন্টরা পড়াশুনা করতে আসে । ইদানিং এখানে ভিসা পাওয়ার রেট খুব ভাল । তবে ইউকের ভিসা পেতে গেলে আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে । ইউকের ইউনিভার্সিটিগুলো থেকে প্রাপ্ত ডিগ্রীর কদর সারা বিশ্বজুড়ে ।   তাছাড়া আর্থিক মন্দা কাটিয়ে উঠায়  ইউকেতে এখন পার্ট টাইম জব পাওয়া যাচ্ছে ।  এটা নিশ্চিত থাকেন যে ইউকেতে আপনি কঠোর পরিশ্রম করলে নিজের  খরচ নিজে চালাতে পারবেন যদি আপনার টিউশন ফি ইয়ারলি ৫০০০ হাজার ইউরোর নিচে হয় । চাইলে এই ভিডিওটি দেখতে পারেন ।






ইউকেতে পড়তে কোয়ালিফিকেশন  কি কি লাগবে? 

ইংল্যান্ডে উচ্চশিক্ষা | ইংল্যান্ডে পড়াশুনা | ইংল্যান্ডে পড়ালেখা | ইউকে স্টুডেন্ট ভিসা । ইউকে তে পড়াশুনা ।স্টুডেন্ট ভিসা লন্ডন | Study In UK From Bangladesh
   

ইউকেতে পড়াশুনা করতে হলে আপনার কিছু যোগ্যতা থাকতে হবে। মাস্টার্স ও ব্যাচেলর কোর্সের জন্য আই,এই,এল টি এস স্কোর লাগবে ৫.৫ থেকে ৬ + । বেশি হলে আরও ভাল ।  একাডেমি রেজাল্ট মিনিমাম ৫০-৫৫ শতাংশ মার্কস থাকতে হবে ।  ব্যাংক স্পন্সার হিসেবে টিউশন ফি আর লিভিং কস্ট দেখাতে হয় সেটা £10000-£15000 ইউরো ।  1 মাসের জন্য রাখলেই হবে।এতে ভয় পাওয়ার কিছু নেই !  ভিসা হয়ে গেলে টাকা টা তুলতে পারবেন, অনেকের ই আবার জার্মানীর মত ব্লক আকাউন্ট নিয়ে ভয় থাকতে পারে ।



আইইএলটিএস প্রস্তুতির বই ডাউনলোড করুন 



ইউকের কোন কোন বিশ্ববিদ্যালয়ের হয়ে আমরা কাজ করি ? 


1. Bedfordshire University
2. Dundee University
3. Bangor University
4. De Montfort University
5. University of West Scotland
6. BPP University
7. Greenwich University
8. Coventry University (Main & London Campus both)
9. Northumbria University
10. Birmingham University
11. University of the West of England Bristol
12. Ulster University
13. East London University
14. Roehampton University
15. The University of Law
16. London School of Commerce
17. Westminster Kingsway College

ইউকেতে কি কি ধরনের বিষয়ে পড়তে পারবেন?

MBA, MSC, BBA, ACCOUNTING, MARKETING, HRM, ENGINEERING, LAW, IT, SOCIAL SCIENCE, PUBLIC HEALTH, PHARMACY, DIPLOMA সহ আরও নানা ধরনের বিষয়ে পড়াশুনা করতে পারবেন ।


ইউকেতে টিউশন ফিস কেমন লাগতে পারে?


এখানে অনেকেই আডমিশন এর জন্য দুইটা পথ বেছে নেয় কলেজ অথবা ইউনিভার্সিটি ।কলেজে গেলে টিউশন ফি একটু কম হবে। আর ইউনিভার্সিটি তে গেলে বেশি হবে ।টিউশন ফি £4000-£15000 প্রতি বছর হতে পারে । এটা আপনি কোন সাবজেক্ট বা কলেজে পড়বেন তার উপর নির্ভর করে ।তবে কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেলে ভিসা পাওয়ার চান্স বেশি থাকে।

ইউকেতে থাকা খাওয়ার খরচ কত ?

ইউকে তে থাকা খাওয়া বাবদ মাসে ৪০০ থেকে ৫০০ ইউরোর মত খরচ হতে পারে । আপনি কি মানের লাইফ লিড করতে চান তার উপর এটা ডিপেন্ড করে ।

ইউকেতে পার্টটাইম জব ফ্যাসিলিটিঃ

ইংল্যান্ডে সপ্তাহে ২০ ঘণ্টা আর ছুটির সময় ফুল টাইম কাজ করা যাবে । বর্তমানে ইউকে গভারন্মেন্ট স্টুডেন্টদেরকে ক্যাম্পাসের বাইরে কাজ করার অনুমতি দিচ্ছে । এমনকি স্টুডেন্টদের স্পাউজ থাকলে তিনিও কাজ করার অনুমতি পাবেন ।

ইউকেতে স্থায়ী হবার সুযোগ কেমন ?  

অনেকের ই আবার দীর্ঘ দিন থাকার ইচছা হতে পারে ।হ্যা সেটা ও সম্ভব তবে কম পক্ষে 8-10 বছর লেগে যেতে পারে ।মাস্টার্স শেষ হলে আপনি যদি ফুলটাইম জব ম্যানেজ করে বছরে £20000 আয় করতে পারেন আর সাথে £5000 মত দেখালেই দীর্ঘ স্থায়ী ভাবে বসবাসের সুযোগ পাবেন ।তবে অরা  সাথে আর ও একটা নতুন রিকয়মেন্ট যোগ করেছে সেটা হল আপনার ইংলিশ স্পিকিং ভাল হতে হবে ।

সব মিলিয়ে আপনার কেমন খরচ হবে?

সব মিলিয়ে কত খরচ হবে আসলে নিশ্চিত করে বলা অনেক কঠিন । আপনার সাবজেক্ট আর কলেজ এগুলির উপর সব ডিপেন্ড করে । তবে আনুমানিকভাবে ১০ বা ১১ লাখের মত খরচ হতে পারে ।

ইউকের ভিসা প্রসেসিং হতে কয়দিন লাগে?

 ইউকের স্টুডেন্ট ভিসা প্রসেস হতে ৩ মাসের মত সময় লাগতে পারে ।



ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমরা চাই যে, আপনি নিজের হাতে পুরো প্রসেসিংটা করেন । কিন্তু নানারকম জটিলতা থাকার কারনে অনেকেই সাধারনত এই ঝামেলায় যেতে চান না । সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের হেল্প নিতে পারেন। আমরা পরিপূর্ণ স্বচ্ছতা ও সততার সঙ্গে ভিসা প্রসেসিং এর কাজ করে থাকি ।


Call Us To Know More 
===========================
Saifur Rahman
01989800800 (WhatsUp, IMO, Viber also Available)
Inbox  @Facebook 
Follow @Medium 
Follow @Youtube
CEO  
Worldwide Education & Migration Services-WEMS
Vip Tower, Noya Paltan 
1207 Dhaka, Bangladesh

Google ম্যাপের মাধ্যমে আমাদের অফিসে আসুনঃ





ইউকেতে পড়তে  কেন আপনি আমাদের সাহায্য নিবেন?

স্টুডেন্ট ভিসা প্রসেসিং করায়  আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা । আমরা  UniAgents এর গোল্ড মেম্বার সারটিফাইড । আর যেসব কলেজ ও ইউনিভার্সিটির কথা আমরা উল্লেখ করেছি ওই সব প্রতিষ্ঠানের আমরা  Certified Agent . আপনার কাংখিত দেশটিতে আমাদের নিজস্ব টিম আছে যারা আপনার ওখানকার একোমোডেশন ও অন্যান্য যাবতীয় বিষয়ে সাহায্য করবে ইনশাল্লাহ ।

ইংল্যান্ডে উচ্চশিক্ষা | ইংল্যান্ডে পড়াশুনা | ইংল্যান্ডে পড়ালেখা | ইউকে স্টুডেন্ট ভিসা । ইউকে তে পড়াশুনা ।স্টুডেন্ট ভিসা লন্ডন | Study In UK From Bangladesh

ইংল্যান্ডে উচ্চশিক্ষা | ইংল্যান্ডে পড়াশুনা | ইংল্যান্ডে পড়ালেখা | ইউকে স্টুডেন্ট ভিসা । ইউকে তে পড়াশুনা ।স্টুডেন্ট ভিসা লন্ডন | Study In UK From Bangladesh
ইংল্যান্ডে উচ্চশিক্ষা | ইংল্যান্ডে পড়াশুনা | ইংল্যান্ডে পড়ালেখা | ইউকে স্টুডেন্ট ভিসা । ইউকে তে পড়াশুনা ।স্টুডেন্ট ভিসা লন্ডন | Study In UK From Bangladesh



আমাদের অন্যান্য আর্টিকেলগুলি পড়তে পারেন ঃ 


Keywords:

ইংল্যান্ডে উচ্চশিক্ষা , ইংল্যান্ডে পড়াশুনা,ইংল্যান্ডে পড়ালেখা,ইউকে স্টুডেন্ট ভিসা, ইউকে তে পড়াশুনা ,স্টুডেন্ট ভিসা লন্ডন , Study In UK From Bangladesh , স্টুডেন্ট ভিসা লন্ডন,লন্ডন যাওয়ার উপায়,লন্ডন ভিসা ২০১৭,লন্ডন জব ভিসা,লন্ডনের ভিসা,লন্ডন ভিজিট ভিসা,ওয়ার্ক পারমিট ভিসা ২০১৬,লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা ২০১৭,uk student visa from bangladesh,study in london from bangladesh,university of london bangladesh,uk visa fee for bangladeshi1,study in usa from bangladesh with scholarship,uk visa for bangladeshi citizens,uk university agents in bangladesh,global study consultancy dhaka bangladesh




Labels:

Monday 20 November 2017

সুইডেনে পড়াশোনা । সুইডেনে উচ্চশিক্ষা।সুইডেনে উচ্চশিক্ষা খরচ । সুইডেন ভিসা । সুইডেনে স্কলারশিপ । সুইডেনে এমবিএ । স্টুডেন্ট ভিসা সুইডেন

সুইডেনে পড়াশোনা । সুইডেনে উচ্চশিক্ষা।সুইডেনে উচ্চশিক্ষা খরচ । সুইডেন ভিসা । সুইডেনে স্কলারশিপ । সুইডেনে এমবিএ । স্টুডেন্ট ভিসা সুইডেন

কেন আপনি সুইডেন যাবেন?


সুবিধাসমূহঃ


- ইউরোপের অন্যান্য দেশের বাংলাদেশিদের তুলনায় অনেক ভাল রয়েছে সুইডেন প্রবাসী বাংলাদেশিরা।


- এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেকারত্বের হার খুবই কম।


- একজন  স্টুডেন্ট  সুইডেনে আনলিমিটেড কাজ করতে পারবেন । অর্থাৎ এখানে কাজের  কোন সময় বাঁধাধরা নিয়ম নাই।  
- সুইডেনে ৩০ ক্রেডিট কমপ্লিট করতে পারলে  স্টুডেন্ট স্ট্যাটাস থেকে  ওয়ার্ক পারমিট স্ট্যাটাসে কনভার্ট হওয়া সম্ভব !  এবং চাইলে বিজনেস ও করতে পারবেন ।


- আপনি চাইলে আপনার স্পাউস সহ আবেদন করতে পারবেন । মজার ব্যাপার হল এতে আপনার আলাদা কোন খরচ হবে না । উল্টো স্পাউস বিনামূল্যে পড়াশুনা ও ফুলটাইম কাজ করতে পারবে ।   


- একবছরে মাস্টার্স কমপ্লিট করতে পারলে সে আরও একবছরের ফুলটাইম কাজের পারমিশন পাবে । মজার ব্যাপার হল এটা সে একই সঙ্গে দুই দেশে পারবে । দেশ দুটি হলো সুইডেন ও ডেনমার্ক ।  


-সুইডেনের মোট জন্সঙ্খ ১৩ থেকে ১৪ হাজার প্রবাসী বাংলাদেশি এখন পর্যন্ত সুইডেনে বসবাস করেন।


- আধুনিক শিক্ষাব্যবস্থা, বিশ্বস্বীকৃত গবেষণাকর্ম, বৃত্তি, গ্রুপ ওয়ার্ক, মুক্তচিন্তার পরিবেশ উচ্চশিক্ষায় সুইডেনকে আকর্ষণীয় করে তুলেছে ।


- ওয়ার্ল্ড এর শান্তিপ্রিয় মানুষ এবং দেশগুলোর মধ্যে সুইডেন প্রথম ৩ এর ভিতরে।


-অফিসিয়াল ভাষা সুইডিশ হলেও প্রায় ৮৯ শতাংশ মানুষ রা ইউনিভার্সিটি গুলো রয়েছে।
ইংরেজিতে কথা বলতে পারে।


-মাস্টার্স পর্যায়ে শিক্ষার্থীদের সুবিধা হলো প্রায় ছয় বশর বেশি বিষয় ইংরেজিতে পড়া যায়।


-- সুইডেনে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রী এবং ওয়ার্ল্ড এর বেস্ট নামক
--সুইডেন এ ভিসা এপ্লিকেশন এর জন্য ইন্সুরেন্স লাগে যা ইউনিভার্সিটি থেকেই দেয়, সুতরাং আলাদা ভাবে ইন্সুরেন্স করার প্রোয়োজন হয় না।






অসুবিধাসমূহঃ


- গ্রীষ্মকালে রাত দুইটা বা তিনটায় ভোরের আলো ফুটতে শুরু করে এখানে যে কারণে রমযানে দীর্ঘসময় উপবাসে থাকতে হয় রোজাদারদের ।


- রাজনৈতিক  আশ্রয় প্রদানের ক্ষেত্রে সুইডেন কিছুটা কঠোরতা অবলম্বন করে।


-উত্তর মেরুর দেশ সুইডেনের আবহাওয়া মৃদু প্রকৃতির। জুলাই মাসে তাপমাত্রা প্রায় ১৩-১৭ ডিগ্রির মধ্যে থাকে। ফেব্রুয়ারিতে দিকে প্রচণ্ড শীত। তাপমাত্রা অনেক সময় মাইনাস পর্যায়ে অর্থাৎ -৩ থেকে -২২ ডিগ্রিতে নেমে যায়।


-সুইডিশ ভাষা জানা থাকলে অনেক সহজেই কাজ খুঁজে পাবেন কিন্তু জানা না থাকলে ঠিক ততটাই কঠিন।



সুইডেনে পড়তে কোয়ালিফিকেশন  কি কি লাগবে? 



-  সাধারনভাবে  আইইএলটিএস পরীক্ষার ৯.০ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৬  পেতে হয় । তবে আপনি যদি কোন প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করে থাকেন অথবা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের  তাহলে আপনি আইইএলটিএস ছাড়াও এপ্লাই করতে পারবেন ।
- সিজিপিএ মিনিমাম ৩.০০ থাকতে হবে ।
- ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা স্পন্সর দেখালেই হবে ।
- স্টাডি গ্যাপে কোন সমস্যা নাই ।

আইইএলটিএস প্রস্তুতির বই ডাউনলোড করুন 



সুইডেনে কোন কোন বিশ্ববিদ্যালয়ের হয়ে আমরা কাজ করি ? 




  • Uppsala University
    সুইডেনে  কোন কোন বিশ্ববিদ্যালয়ের হয়ে আমরা কাজ করি ?
  • Lund University
  • University of Gothenburg
  • Karolinska Institutet
  • Umeå University
  • Linköping University
  • Linnaeus University
  • Stockholm University
  • Halmstad University
  • Malmö University
  • Dalarna University


সুইডেনে কি কি ধরনের বিষয়ে পড়তে পারবেন? 


সুইডেনে  কি কি ধরনের বিষয়ে পড়তে পারবেন?
এনভায়রনমেন্টাল সায়েন্স, ল্যাংগুয়েজ এডুকেশন, এগ্রিকালচার রিসারস  ও  ইঞ্জিনিয়ারিং এসব বিষয়ে উচ্চশিক্ষার জন্য সুইডেনকে আদর্শ বলা হয়। আরও কিছু বিষয় যেমন এমবিএ, টেলিকমিউনিকেশন, ল , ম্যাথমেটিকস, পাবলিক হেলথ, আর্ট অ্যান্ড ডিজাইন, মেডিক্যাল, ইকোনমিক্স , জিওগ্রাফী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ফিল্ম ও মিডিয়া, লাইফ সায়েন্স প্রভৃতিও বিশ্বমানের।


টিউশন ফিস কেমন লাগতে পারে?


ইউনিভার্সিটি ও সাবজেক্টের প্রকারভেদ অনুযায়ী অনার্স, মাস্টার্সে  প্রতি সেমিস্টারে প্রায় ৪.৫ লাখ থেকে ৭ লাখ টাকার  মত খরচ হতে পারে ।


সুইডেনে থাকা খাওয়ার খরচ কত ?

যদি রুম শেয়ার করে থাকেন তাহলে  থাকা-খাওয়া ও অন্যান্য খরচ বাবদ মাসিক প্রায় ৩০  হাজার টাকার মত খরচ হতে পারে ।  আর ফ্যামিলি নিয়ে থাকলে মাসে প্রায় ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকার মোট খরচ হতে পারে ।



সুইডেনে পার্টটাইম জব ফ্যাসিলিটিঃ



-সুইডেন এ পার্ট টাইম কাজ করার জন্য কোনো ধরা বাধা নিয়ম নেই। একটু ক্লিয়ার করি, ইংল্যান্ড সহ আরো অনেক দেশে স্টুডেন্ট দের জন্য ধরা বাধা নিয়ম আছে, সেটা হলো স্টুডেন্ট রা ২০ ঘন্টার বেশি কাজ করতে পারবে না ১ সপ্তাহে কিন্তু সুইডেন এ আপনি যতক্ষণ খুশি কিংবা যতক্ষণ পারেন ততক্ষণ কাজ করতে পারবেন। আর ফুল টাইম জব সাধারণত ৮ থেকে ১০ ঘন্টা।


- বিভিন্ন চাকরির মধ্যে রয়েছে: কোম্পানির বিজ্ঞাপন, এ কাজে এক দিনে প্রায় ১২০ সেক থেকে ১৮০ সেক আয় করতে পারবেন। রেস্টুরেন্টে কাজ করে মাসে সাত হাজার সেক থেকে আট হাজার সেক আয় করা সম্ভব। সপ্তাহের কয়েক দিন, খোলা বাজারে কাপড় বিক্রি করলে মাসে সাত হাজার সেক থেকে ৯ হাজার সেক আয় হয়।


-  ৩০ ক্রেডিট (১ সেমিস্টার বা ৬ মাস) কমপ্লিট করার পরে ফুল টাইম কাজ খুঁজে পান তাহলে ওয়ার্ক পারমিটে এপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কমপক্ষে প্রতি মাসে ১৩৫০০ সুইডিশ সেক আফটার ট্যাক্স দেখাতে হবে।


সুইডেনে স্থায়ী হবার সুযোগ কেমন ?
 সুইডেনে সেটল হবার সুযোগ খুবই ভাল । ইউরোপের যেকোনো কান্ট্রি থেকে সুইডেনে এই সুযোগটি বেশি আছে । 


সব মিলিয়ে আপনার কেমন খরচ হবে?
বাংলাদেশ থেকে সুইডেন পর্যন্ত যেতে আবেদন ফিস,টিউশন ফি,এয়ার টিকেট সহ টোটাল প্রায় ১০ লাখের মত খরচ হবে ।


ভিসা প্রসেসিং হতে কয়দিন লাগে?
পুরো ভিসা প্রসেস করতে প্রায় ৬ থেকে ৭ মাসের মত সময় লাগতে পারে ।


ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমরা চাই যে, আপনি নিজের হাতে পুরো প্রসেসিংটা করেন । কিন্তু নানারকম জটিলতা থাকার কারনে অনেকেই সাধারনত এই ঝামেলায় যেতে চান না । সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের হেল্প নিতে পারেন। আমরা পরিপূর্ণ স্বচ্ছতা ও সততার সঙ্গে ভিসা প্রসেসিং এর কাজ করে থাকি ।


Call Us To Know More 
===========================
Saifur Rahman
01909110172 (WhatsUp, IMO, Viber also Available)
Inbox  @Facebook 
Follow @Medium 
Follow @Youtube
CEO 
Worldwide Education & Migration Services-WEMS
Vip Tower, Noya Paltan 
1207 Dhaka, Bangladesh


কেন আপনি আমাদের সাহায্য নিবেন?

  • আমাদের সুইডেনে নিজস্ব টিম আছে যারা আপনাকে ওখানে থাকা, জব এমনকি একাডেমীক হেল্প ও  করতে পারবে । এছাড়া আমাদের টিম আপনাকে আরও বিশেষ সাপোর্ট দিতে পারবে ।
  • সুইডেনের স্টুডেন্ট ভিসা বিষয়ে আমরা বিশেষ ভাবে দক্ষ ।
  • আমরা ইউনিএজেন্টের গোল্ড মেম্বার । তাই আপনি আমাদের প্রতি আস্থা রাখতে পারেন । 
  • আমাদের মাধ্যমে এখন পর্যন্ত অনেক স্টুডেন্টস সুইডেনে গিয়েছেন ।  




Google ম্যাপের মাধ্যমে আমাদের অফিসে আসুনঃ



Keywords:
Study in Sweden from Bangladesh,Sweden visa requirements for Bangladeshi,Study in Sweden from Bangladesh without ielts,,স্টাডি ইন সুইডেন,সুইডেন স্টুডেন্ট ভিসা, সুইডেনে স্কলারশিপ, 
সুইডেন স্টুডেন্ট ভিসা, সুইডেনে স্কলারশিপ, সুইডেনে পড়াশোনা, স্টুডেন্ট ভিসা সুইডেন,
সুইডেনে উচ্চশিক্ষা খরচ,সুইডেনে উচ্চশিক্ষা

























Labels: